Skip to main content
 

আমাদের কথা

বরগুনা জেলার সংক্ষিপ্ত ইতিহাস

বরগুনা জেলা বাংলাদেশের দক্ষিণাংশে সমুদ্রের কোল ঘেষে সুগন্ধা,পায়রা ও হরিণঘাটা নদীর মোহনায় জেগে ওঠা ভূখন্ড। এ জেলার সমগ্র ভূখন্ড একদিন ছিল সুন্দরবনএলাকা। বরগুনা নামের ইতিহাসের সুনির্দিষ্ট কোন তথ্য না পাওয়া গেলেও জানা যায় যে, উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এতদ্ঞ্চলে কাঠ নিতে এসে খরস্রোতা খাকদোন নদী অতিক্রম করতে গিয়ে অনুকুল প্রবাহ বা বড় গোনের জন্য এখানে অপেক্ষা করত বলে এ স্থানের নাম বড় গোনা। কারো মতে আবার স্রোতের বিপরীতে গুন(দড়ি) টেনে নৌকা অতিক্রম করতে হতো বলে এ স্থানের নাম বরগুনা । তৎকালিন বৃটিশ আমলে প্রশাসনিক সুবিধার জন্য ১৮৭১ সনে পটুয়াখালী মহকুমা সৃষ্টি হয়। এক কালের সুন্দরবনাঞ্চলের বরগুনা ক্রমান্বয়ে ঘনবসতিপূর্ণ স্থানে পরিণত হয়। এ এলাকাতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক তৎপরতা শুরু হয়। শাসন কার্যের সুবিধা,আয়তন  লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১৯৬৯ সনে পটুয়াখালী জেলা সৃষ্টির সাথে মহকুমা শহর হিসাবে বরগুনা ইতিহাসের পাতায় স্থান পায় । পরবর্তীকালে সময়ের প্রয়োজনে ১৯৮৪ সালে ২৮ ফেব্রুয়ারী বরগুনা মহকুমাকে জেলায় উন্নীত করা হয় ।

 

জেলা জজ আদালত

পটুয়াখালী জেলার অধীনে ১ জানুয়ারী ১৯৬৯ সালে সর্বপ্রথম বরগুনা মহকুমা আদালত প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৪ সালে বরগুনা জেলা প্রতিষ্ঠা হলে ২১ জানুয়ারী, ১৯৮৫ সালে সর্বপ্রথম বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা হয়। বরগুনা জেলা জজ আদালতের ১ম জেলা ও দায়রা জজ ছিলেন জনাব আজিজুল হক। বর্তমানে জেলা ও দায়রা জজ হিসেবে জনাব মোহাম্মদ আনিসুর রহমান কর্মরত আছেন। জেলা জজ আদালতে ১ টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২ টি যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ টি সিনিয়র সহকারী জজ ও ৪ টি সহকারী জজ আদালত রয়েছে। 

 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

বরগুনাতে একটি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল রয়েছে। ২০১৪ সালে সর্বপ্রথম এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হয়। সর্বপ্রথম এই ট্রাইব্যুনালের বিচারক ছিলেন জনাব বজলুর রহমান। বর্তমানে এই ট্রাইব্যুনালের বিচারক হিসেবে কর্মরত রয়েছেন জনাব মোঃ মশিউর রহমান খান।

 

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে কোর্ট

১ লা নভেম্বর ২০০৭ সালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বরগুনা প্রতিষ্ঠা হয়। প্রায় ১০ হাজার মামলা নিয়ে যাত্রা শুরু করে। ১ ম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন জনাব মোঃ এ টি এম আলী আজম। বর্তমানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন জনাব মুহাম্মদ মাহবুব আলম। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১ টি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ টি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে।

 

চৌকি আদালত

বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে দুইটি চৌকি আদালত রয়েছে। আমতলী ও পাথরঘাটায় দুইটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে।

আমতলী চৌকি আদালতঃ

আমতলী থানা এই অঞ্চলের একটি পুরাতন ও ঐতিহ্যবাহী থানা। ব্রিটিশ আমলে এর বাম ছিল গুলিশাখালী। বরগুনা সদর উপজেলা ও কলাপাড়া উপজেলা এই থানার অথীনে ছিল। প্রায় ১২৫ বছর পূর্বে পায়রা নদীর ভাঙ্গনের ফলে থানা ভবন আমতলীতে স্থানান্তর করা হয়। তৎকালীন সময় আমতলী ছিল বাকেরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত যা পরবর্তীতে বরিশাল জেলার অন্তরগক হয়। ১৯৬৯ সনে পটুয়াখালী জেলা এবং বরগুনা জেলা হয়। ১৯৮২ সনে আমতলী সরকারি কলেজ অডিটোরিয়াম ভবনে আমতলীতে প্রথম ম্যাজিস্ট্রেট কোর্ট ও মুন্সেফ কোর্ট চালু হয়। প্রথম ম্যাজিস্ট্রেট ছিলেন জনাব আব্দুস সোবাহান। প্রথম মুন্সেফ ছিলেন জনাব ইদ্রিসুল আলম। ১৯৯১ সনে কোর্ট দুটি বরগুনা সদরে ফিরিয়ে নেয়া হয়। ১৯৯৩ সনে পুনরায় ম্যাজিস্ট্রেট কোর্ট আমতলীতে স্থানান্তর করা হয়। ২০০৭ সনে বিচার বিভাগ পৃথক হবার পড়ে প্রথম ম্যাজিস্ট্রেট হিসাবে জনাব আঃ হামিদ যোগদান করেন। ২০১২ সনে আমতলী উপজেলা ভেঙ্গে তালতলী নামে নতুন একটি উপজেলা সৃষ্টি হলেও দুটি উপজেলার মানুষই আমতলী চৌকি আদালতের মাধ্যমে বিচারিক সেবা পেয়ে থাকে।

পাথারঘাটা চৌকি আদালতঃ

পাথরঘাটায় ১৯৮৬ সালে এই আদালত প্রতিষ্ঠা হয়। একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করে থাকেন। বঙ্গপ সাগরের কোল ঘেঁষে এই উপজেলা।

 

 

 

 

 

 

আমতলী চৌকি আদালত

 

পাথারঘাটা চৌকি আদালত

 

জেলা লিগ্যাল এইড অফিস

বরগুনা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম শুরু হয় ২০০০ সালে। বর্তমানে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত ভবনের রুম নং ১৬ তে এর অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে বরগুনাতে জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে কর্মরত আছেন সিনিয়র সহকারী জজ জনাব অনুতোষ চন্দ্র বালা। 

 

আদালতের অবকাঠামো

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে একতলা ম্যাজিস্ট্রেট বিল্ডিং সহ ২ টি বিল্ডিং রয়েছে। দক্ষিনবঙ্গের সবচেয়ে প্রাচীন ও পুরাতন নথিসহ একটি সুসজ্জিত রেকর্ড রুম রয়েছে। নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রক্রিয়াধীন। 

 

বরগুনা আইনজীবী সমিতি

বরগুনা জেলা জজ আদালতের বার এ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী বার। ১৯৬৯ সালে মহকুমা বার হিসেবে বরগুনা বারের যাত্রা শুরু হয়। পরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা হলে ১৯৮৫ সালে বরগুনা জেলা বারের প্রতিষ্ঠা হয়। বরগুনা বারের বর্তমান সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম সিকদার এবং সাধারণ সম্পাদক জনাব সেলিনা খাতুন। বর্তমানে উক্ত বারের সদস্য সংখ্যা ২৭২ জন। 

 

সংকলনেঃ (১) এ এস এম তারিক শামস্‌, সিনিয়র সহকারী জজ, (২) মোঃ নাহিদ হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, (৩) আরিফুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, (৪) মোঃ সিহাবুর রহমান,সহকারী জজ এবং (৫) এডভোকেট হরিহর চন্দ্র।